সম্ভাব্য রুশ সামরিক আগ্রাসন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। স্থানীয় সময় গতকাল শনিবার তীব্র শীত উপেক্ষা করে কয়েক হাজার বিক্ষোভকারী জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে আসেন। এ সময় তাঁরা ইউক্রেনের জাতীয় সংগীত গান। যুদ্ধবিরোধী ব্যানার–প্ল্যাকার্ড বহন করেন। রাশিয়ার বিরুদ্ধে শ্লোগান দেন। খবর রয়টার্স ও আল জাজিরার।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে রুশ আগ্রাসনের হুমকির মুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে রাজপথে নেমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রমাণ দেন ইউক্রেনবাসী। এ সময় কিয়েভের রাজপথে মারিয়া শেচারবেঙ্কো নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমি শান্তি চাই। আমি ইউক্রেনকে ভালোবাসি। এ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে লাভ নেই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।’