নাবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর না হলে দেশ বিপদে পড়বে বলে আশংকা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানি ক্ষেত্রে আমাদের আর্থ-রাজনৈতিক সমস্যাগুলোকে মাথায় রেখে এগোতে হবে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।
আজ শনিবার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)সহ ৪০টি পরিবেশবাদী সংগঠন আয়োজিত ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও স্থায়িত্বশীল উন্নয়ন’ বিষয়ক দুইদিনের সম্মেলনের সমাপনী অধিবেশনে একথা বলেন তারা।