হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের (এইচআইভি) সহ-আবিষ্কারক ফরাসি ভাইরাসবিদ ল্যুক মন্টাগনিয়ার ৮৯ বছর বয়সে মারা গেছেন। এইডস আক্রান্ত হওয়ার ভাইরাস আলাদা করে শনাক্ত করার স্বীকৃতি হিসেবে ২০০৮ সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কাজের জন্য বিশ্বজুড়ে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। তবে করোনাভাইরাস মহামারি ও অটিজম নিয়ে অবৈজ্ঞানিক মন্তব্য করে চরম সমালোচনার মুখেও পড়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম ফ্রান্সসোইর বলেছে, গত মঙ্গলবার নুইলি-সুর-সাইনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই সময় তাঁর সন্তানরা পাশেই ছিলেন। ফ্রান্সের দাতব্য সংস্থা প্যাসচার ইন্সটিটিউটে কাজ করার সময় ১৯৮০-এর দশকের শুরুর দিকে ভাইরাস নিয়ে তিনি প্রথম গবেষণা শুরু করেন। রহস্যময় নতুন উপসর্গ নিয়ে আসা রোগীদের কাছ থেকে কোষের নমুনা নিয়ে পরীক্ষা করতেন মন্টাগনিয়ার, তাঁর দল এবং ফ্যাঁসোইজ বারে-সিনুসি। পরে তারা একজন এইচআইভি আক্রান্তকে আলাদাভাবে শনাক্ত করেছিলেন।