আমি আওয়ামী লীগ সরকারের কিছু কাজের তীব্র সমালোচক। সমালোচকদের এ দেশে এড়িয়ে চলা হয়, পারলে নিপাত করা হয়। আওয়ামী লীগ আমলে আমার বিরুদ্ধে চারটি গুরুতর মামলা বা এর চেষ্টা হয়েছে। সরকারের সঙ্গে বিভিন্ন সংস্কারমূলক প্রকল্পে দাতাদের পরামর্শক হিসেবে কাজ করতাম, সেখান থেকে বাদ পড়তে হয়েছে। বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে কারণ ছাড়া বসিয়ে রাখা হয়েছে দুবার, গুলি করে মেরে ফেরার হুমকি দেওয়া হয়েছে একবার।
বিস্ময়কর বিষয় হচ্ছে এরপরও আমি আওয়ামী লীগ সরকারের আমলে তিনবার উঁচু পর্যায়ের পরামর্শ সভায় আমন্ত্রণ পেয়েছি। প্রথমবার ২০১০ সালে সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে সংবিধান সংশোধনীবিষয়ক কমিটির সভায়, দ্বিতীয়বার ২০১৭ সালে নূরুল হুদা কমিশনের প্রথম পরামর্শ সভায়। শেষবার পেলাম আগামী শনিবার অনুষ্ঠিতব্য নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত অনুসন্ধান কমিটির (সার্চ কমিটি) সভায়।