সর্বশেষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগের সব ধাপের তুলনায় সবচেয়ে খারাপ ফল করেছে। নিজ দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের থেকেও পিছিয়ে আছে তারা। গত সোমবার অনুষ্ঠিত সপ্তম ধাপের নির্বাচনে ১৩৬টি ইউপির মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা মাত্র ৩৭টিতে জয় পেয়েছেন। বিপরীতে বিদ্রোহীরা জয় পেয়েছেন ৩৯টিতে।
সারা দেশ থেকে পাঠানো প্রথম আলোর প্রতিনিধিদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাত ধাপের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা ক্রমান্বয়ে খারাপ ফল করেছেন। প্রথম ধাপে ৭৩ শতাংশ ইউপিতে জয়ী হলেও আওয়ামী লীগের প্রার্থীরা দ্বিতীয় ধাপে ৫৮, তৃতীয় ধাপে ৫২, চতুর্থ ধাপে ৪৭, পঞ্চম ধাপে ৪৮, ষষ্ঠ ধাপে ৫৩ এবং সপ্তম ধাপে মাত্র ২৭ শতাংশ ইউপিতে জয় পেয়েছেন।