কুষ্টিয়ায় পুলিশের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথায় উঠে এক ব্যক্তি নানা অঙ্গভঙ্গির মাধ্যমে ভাস্কর্যের ভাবগাম্ভীর্যকে অবমাননা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকাল ৩টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড়স্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে ঘটে যাওয়া এই ঘটনা চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে জেলার আইন-শৃঙ্খলা বাহিনী।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী কাবিল হোসেন বলেন, দুপুরে এক ব্যক্তি ধূসর রঙের ফুলপ্যান্ট, কোমড়ে জড়ানো গাঢ় লাল রঙের সোয়েটার গায়ে নেভি ব্লু রঙের গেঞ্জি এবং পায়ে কালো রঙের জুতা পরা অবস্থায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার ওপরে উঠে নানা অঙ্গভঙ্গি করতে থাকে। অনেকেই কৌতূহল ভরে লোকটাকে পাগল মনে করে খেলা দেখছিল। কেউ কেউ মোবাইল দিয়ে ছবিও তুলছিল। কিছুক্ষণের মধ্যে সেখানে আশপাশ থেকে লোক জড়ো হয়। এ সময় একজন ভদ্রলোক ওই ব্যক্তিকে ডেকে নেমে আসতে বলেন।