গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব যাচাই-বাছা্ই করার জন্য কারিগরি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির মূল্যায়ন প্রতিবেদন পাওয়া গেলে গণশুনানীতে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিইআরসি কর্তৃক এলপি গ্যাসের দর ঘোষণার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।
কমিশনের অপর একটি সূত্র জানিয়েছে, কারিগরি মূল্যায়ন কমিটি রিপোর্ট প্রস্তুত করতে চলতি মাস লেগে যেতে পারে। ধারণা করা হচ্ছে, মার্চে গণশুনানি অনুষ্ঠিত হতে পারে।