সরকারবিরোধী বৃহৎ ঐক্যপ্রক্রিয়া শুরু করেছে বিএনপি। এর মধ্যে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে জ্যেষ্ঠ নেতাদের সমন্বয়ে দুটি কমিটি গঠন চূড়ান্ত হয়েছে। এই প্রক্রিয়া চলার সময় ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টকে নিষ্ক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
কমিটির একটির নেতৃত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কমিটিতে তাঁর সঙ্গে থাকতে পারেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান। তাঁরা জোট শরিকদের সঙ্গে আলোচনায় বসবেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আরেকটি কমিটি হচ্ছে। এর সদস্য হবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁরা বাম দলসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, এখনই বিদ্যমান জোট না ভেঙে ঐক্যপ্রক্রিয়া এগিয়ে নিতে চান তাঁরা।