রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় মোহাম্মদ হাবিব হিমেল নামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের বেশ কয়েকদফা দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ট্রাক চালককে। আর পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে হিমেলের পরিবারকে।
বুধবার বেলা ১১টার দিকে নিহত হিমেলের মরদেহ নেয়া হয় তার অনুষদ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে। সেখানে কিছুক্ষণ রাখার পর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। জানাজায় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপুসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। এরপর তার মরদেহ নাটোরে তার নানা বাড়ির উদ্দেশে নেওয়া হয়। অন্য শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মরদেহ নিয়ে যান উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।