ভোরে গাড়ি নিয়ে ঘোরেন তাঁরা, দিনে করেন ৪-৫টি ছিনতাই

প্রথম আলো প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২, ১৬:৫৫

ভারতীয় দুই মেডিকেল শিক্ষার্থীর লাগেজ ছিনতাইয়ের ঘটনায় একটি ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল শুক্রবার রাজধানী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন মো. ফখরুল ইসলাম, মো. আলমাস, মো. সামুন, মো. আবদুল্লাহ আল ইউসুফ আহম্মেদ, মো. শাহিন, মো. বাবু ও মো. শফিকুল ইসলাম।


পুলিশ বলছে, ওই দুই শিক্ষার্থীর নাম শাহীল আহমেদ ও আসিফ ইকবাল। তাঁরা রাজধানীর মগবাজার এলাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। ২৩ জানুয়ারি ভোরে ছুটি কাটাতে দুই সপ্তাহের জন্য ভারতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন তাঁরা।


এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, ছিনতাইয়ের মামলা হলেও ঘটনাটি ঘটিয়েছিলেন ডাকাত চক্রের সদস্যরা। এই চক্রের মূল হোতা আবদুল্লাহ আল ইউসুফ আহমেদ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us