অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্বেগজনক পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে। শিক্ষার্থীরা শেষ পর্যন্ত আমরণ অনশন ভেঙেছেন। এ জন্য বিশিষ্ট শিক্ষাবিদ, জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ও তাঁর স্ত্রী ইয়াসমিন হককে সাধুবাদ জানাই
দু’জনই বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক। সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি পেয়ে রাতেই সড়ক পথে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা দেন তাঁরা। ভোরে সিলেটে পৌঁছান। ইতিমধ্যে বিভিন্ন প্রচার মাধ্যম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে যায় প্রিয় শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশাপাশি অনশনরত শিক্ষার্থীরাও অপেক্ষার প্রহর গুণতে থাকেন। সবার মাঝে আশার আলো দেখা দেয়। এবার হয়তো কিছু একটা হবে।