২০২০ সালের মার্চ থেকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নিজেকে দূরে রেখেছেন তামিম ইকবাল। আরও ৬ মাস এ সংস্করণে ফিরবেন না, নিজ মুখেই জানিয়ে দিলেন দেশসেরা ওপেনার। ভবিষ্যতে কুড়ি ওভারের ক্রিকেটে তাকে প্রয়োজন হোক, সেটিও চান না। তামিমের আশা, তরুণ ওপেনাররা দারুণ খেলে তার ফেরার রাস্তা বন্ধ করে দিক।
বৃহস্পতিবার জহুর আহমেদে বিপিএলের মিনিস্টার ঢাকার অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তামিম। টি-টুয়েন্টি থেকে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তিনি জানালেন ভিন্ন ভাবনার কথা। বিজ্ঞাপন ‘আগামী ছয় মাস আন্তর্জাতিক টি-টুয়েন্টি নিয়ে ভাববো না। আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে, আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, নির্বাচক বা টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমাকে দরকার, আমিও যদি তৈরি থাকি, তখন আবার এটা নিয়ে আলাপ হবে।