দুজন খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবে। একজন রিয়াল মাদ্রিদ ও অন্য জন বার্সেলোনায়। ক্লাব দুটির বড় তারকাও দুজন। মাঠে তাই তাদের শত্রুতা থাকাই স্বাভাবিক। তবে মাঠের বাইরে লিওনেল মেসিকে নিয়ে মুগ্ধতাই ঝরল করিম বেনজেমার কণ্ঠে। মেসির সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ফুটবলের কিছুই নাকি বুঝেন না তারা।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইঁর। এই ম্যাচ নিয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল ফ্রেঞ্চ অনুষ্ঠান টেলেফুটে। সেখানেই বেনজেমা জানিয়েছেন, মেসি কিংবা এমবাপেদের বিপক্ষে খেলাটা কতটা কঠিন হবে।