অর্জন ফিকে হয়ে যায়, যখন আমি আর আমার সন্তান নিরাপত্তাহীন থাকি

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

অনেকেই প্রশ্ন করেন, অব্যাহত প্রতিবাদ ও মৃত্যুদণ্ডের বিধান থাকার পরেও কেন দেশে ধর্ষণের হার বাড়ছে? কেন আমাদের ক্ষোভ, ভয়, ঘৃণা প্রকাশ চর্বিতচর্বণের মতো হয়ে গেছে?


অভিনেত্রীকে হত্যার পর তার ১০ টুকরা লাশ নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেরিয়েছে স্বামী, বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষিকাকে মাত্র ১০ হাজার টাকার জন্য খুন করে গর্তে ফেলে রাখা হয়েছে, সিলেটের শাবিপ্রবি'র উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতি জঘন্য ধরণের 'কটুক্তি' করেছে। এর আগে স্বামী-সন্তানসহ কক্সবাজারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন গৃহবধু এবং নারায়ণগঞ্জের বন্দর এলাকায় চলন্ত বাসে উচ্চ শব্দে গান বাজিয়েদলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আরেক গৃহবধূ।


এসবই গত ৩০ দিনের খবর। বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতার অসংখ্য ঘটনার কিছু বিচ্ছিন্ন চিত্র এই ঘটনাগুলো। বারবার বলা হচ্ছে নারী নিরাপদ নয় তার গৃহে, কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে, গণপরিবহনে বা বেড়াতে গিয়ে। অথচ বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনরকম ইতিবাচক উদ্যোগ চোখেই পড়ছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us