জিতলে গণতন্ত্রের বিজয় আর হারলে ভোট-ডাকাতি, এই দুই-এর বাইরে আর কোনো প্ল্যান না থাকাটা রাজনৈতিক দলের জন্য আত্মঘাতী। প্রয়াত মুসলিম লীগের সেটা ছিলো না বলেই তারা অতীত হয়ে গেছে। উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, প্রতিকূলতা কীভাবে কাটাতে হয়, কীভাবে রাজনীতিকে রাজনৈতিক দক্ষতায় নিজেদের পক্ষে আনতে হয়, তার ভুরি ভুরি প্রমাণ আছে। কেবল নেতৃত্বের ত্রুটি এই ভূখ-ের জনগণ মেনে নেয় না, এটা মনে রাখা দরকার, যতোই ড. কামাল হোসেনকে দিয়ে আড়াল করার চেষ্টা করুন না কেন জিয়া পরিবারের দুর্নীতিপরায়ন নেতৃত্ব থেকে না বেরুলে ভবিষ্যৎ রাজনীতিতে জনগণ দল হিসেবে সমর্থনের দায়টি আর নেবে না এবারের নির্বাচনে কিন্তু প্রমাণ হয়েছে যে, বেগম জিয়ার মুক্তি কেউ চায় না, পলাতক দুর্নীতিবাজকে কেউ দেশে ফেরাতে চায় না। বার্তা স্পষ্ট দেয়ালের লিখন পড়তে না পারা আপনার অজ্ঞতা।লেখক : ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের নতুন সময়