গত ১৬ জানুয়ারির গণমাধ্যম সূত্রমতে, দেশব্যাপী করোনার দৈনিক সংক্রমণের হার জ্যামিতিক হারে বৃদ্ধির ফলে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ পরিগ্রহ করছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ধরন ওমিক্রন অন্যান্য ধরনের চেয়ে বেশি সংক্রমণপ্রবণ। দেড় মাসের মধ্যে বিশ্বের প্রায় ২০০ দেশে এটি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এ দৃশ্যপটে কোনো ব্যতিক্রম নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক রোগতাত্ত্বিক পর্যালোচনায় দেখা যায়, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ২০২১ সালের ২০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত ২৬ দিনে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ১৪ শতাংশ ছাড়িয়েছে। ১০ জানুয়ারি ৫৩তম সপ্তাহে এর আগের সপ্তাহের তুলনায় শনাক্তের হার বেড়েছে ১২৫ দশমিক ১ শতাংশ।