দোতলা উপহারের ঘরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘না’

নিউজ বাংলা ২৪ প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১৭:১৫

ভূমিহীনদের বিনা টাকার ঘর দিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের জন্য তৈরি ঘর দ্বিতল করার প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা। প্রস্তাবটি নাকচ করে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।


রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান ডিসি সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় কার্য অধিবেশনে মঙ্গলবার আশ্রয়ণ প্রকল্পের ঘর দ্বিতল করার প্রস্তাব তোলেন ডিসিরা। প্রস্তাবটি নাকচ হয়।


প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত এ কার্য অধিবেশনে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস।


পরে মুখ্যসচিব আহমদ কায়কাউস সাংবাদিকদের বলেন, ‘ডিসিদের পক্ষে একটা প্রস্তাব ছিল, এটা বহুতল ভবন করা যায় কি না। বহুতল ভবন হলে সেটা স্থায়ী হবে, আপনারা সবাই বুঝতে পারেন। কিন্তু আমরা কেন করি না, সেটা হচ্ছে একটা বহুতল ভবন করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন হবে… প্রধানমন্ত্রীর যে প্রত্যাশা বা নির্দেশনা সেটা হচ্ছে বাংলাদেশে মুজিববর্ষে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us