কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে ২৯টি ঘর। ক্যাম্প-৫-এর মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ ও ডি/২-তে গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. নাইমুল হক জানান, উখিয়ার কুতুপালং ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ ও ডি/২-তে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় সাব ব্লক-বি/৩-এর ২৫টি এবং ডি/২-এর চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ যায়নি। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ক্যাম্পে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।