আজকাল শপিং মল, বিমানবন্দর, অফিস-আদালত কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ঢোকার মুখে কপালের মাঝবরাবর পিস্তলের মতো একটি যন্ত্র তাক করে ধরতে দেখা যায়। করোনাভাইরাসের বিস্তারের পর থেকে যন্ত্রটি সবার কাছেই বেশ পরিচিত হয়ে ওঠেছে। শরীরের তাপমাত্রা মাপার জন্য এটি ব্যবহৃত হয়—এটুকু মোটামুটি সবাই জানি। কিন্তু এর ব্যবহারবিধি বা সতর্কতা সম্পর্কে আমাদের অনেকের ধারণাই খুব স্পষ্ট নয়।
ইনফ্রারেড থার্মোমিটার: বাহারি নাম তার শুরুতেই বলা হয়েছে, ইনফ্রারেড (অতি লাল রশ্মি) থার্মোমিটার দেখতে অনেকটা পিস্তল বা বন্দুকের মতো। এ জন্যই কি যন্ত্রটিকে ‘থার্মাল গান’ বলে থাকেন কেউ কেউ? হবে হয়তো। তবে নন-কন্ট্যাক্ট থার্মোমিটার, লেজার থার্মোমিটার, থার্মাল স্ক্যানার নামেও এটি পরিচিত। যা হোক, নামে রকমফের থাকলেও কাজ কিন্তু একই।