বাণিজ্য মেলায় ভিড় বাড়ছে ছুটির দিনে

প্রথম আলো প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৯

শুরুতে ক্রেতার খরা থাকলেও ধীরে ধীরে জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিশেষ করে ছুটির দিনগুলোতে এখন মেলায় ক্রেতা-দর্শনার্থীদের বেশ ভিড় দেখা যাচ্ছে। তাতেই মাসব্যাপী মেলার মাঝামাঝি এসে হাসি ফিরতে শুরু করেছে বিক্রেতাদের মুখে।


এবারের বাণিজ্য মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৬২টি স্টল রয়েছে। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ প্রতিষ্ঠান প্রথম সপ্তাহে আশানুরূপ বিক্রি করতে পারেনি। দ্বিতীয় সপ্তাহ শেষে সেসব প্রতিষ্ঠানের কর্মীরা বিক্রি নিয়ে আগের চেয়ে কিছুটা হলেও সন্তুষ্ট। গতকাল শনিবার মেলা ঘুরে দেখা গেছে, এখন সব স্টলের কর্মীরা কম-বেশি ক্রেতা সামলাতে ব্যস্ত।


এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি)। মূল শহর থেকে বেশ দূরে হওয়ায় মেলা শুরুর প্রথম সপ্তাহে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল খুবই কম। সেই কারণে চিন্তার ভাঁজ পড়েছিল মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কপালে। তবে মাঝামাঝি সময়ে এসে ক্রেতা উপস্থিতিতে এখন কিছুটা প্রাণ ফিরে পেয়েছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us