ট্রেনে স্বাস্থ্যবিধি, বাস-লঞ্চে নেই

কালের কণ্ঠ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০৩:১৮

সরকারের নির্দেশনা অনুযায়ী ট্রেনে মোট আসনের অর্ধেক যাত্রী পরিবহন করা হচ্ছে। ফলে গতকাল শনিবার থেকে সব আন্ত নগর ট্রেনে এক সিট খালি রেখে চলাচল শুরু হয়েছে। একইভাবে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে চলার কথা ছিল অন্যান্য গণপরিবহনেরও, কিন্তু সেটি হয়নি। স্বাস্থ্যবিধি না মেনে যত সিট তত যাত্রীর বেশি নিয়ে চলাচল করেছে বাস। ঠাসাঠাসি করে দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা হয়েছে। এ ছাড়া বাসে হ্যান্ড স্যানিটাইজার রাখা, করোনা টিকার সনদ ছাড়া চালক ও তাঁর সহকারীকে বাস চালাতে নিষেধ করা হলেও বাস্তবে এসবের দেখা মেলেনি। একই অবস্থা লঞ্চেরও। অন্যদিকে বিধি-নিষেধ মানাতে গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে বাসে অভিযান চালিয়েছে বিআরটিএ।


অর্ধেক যাত্রী নিয়ে বাস, লঞ্চ ও ট্রেন চলাচলের প্রজ্ঞাপন জারি করা হলেও বাস মালিকরা তা মানছেন না। যত সিট তত যাত্রী নিয়ে বাস চালানোর ঘোষণা দেন তাঁরা। তাঁরা বলছেন, প্রজ্ঞাপন জারি করা হলেও অনুমতি নিয়ে তাঁরা পুরো যাত্রী নিয়ে বাস চালাচ্ছেন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘মন্ত্রণালয়ের মৌখিক অনুমতি পাওয়ায় যত আসন তত যাত্রী নিয়ে গণপরিবহন চলছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us