তিতাসে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ ও অপসারণ দাবিতে মানববন্ধন

মানবজমিন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ০০:০০

কুমিল্লার তিতাস উপজেলার দুধঘাটা নুরে মোহাম্মদি (স.) দাখিল মাদ্রাসার সুপার মো. ইব্রাহিম খলিলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মাদ্রাসার অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। গতকাল বেলা ১১টায় মাদ্রাসা সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সুপার ইব্রাহিম খলিলের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক মেম্বার সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আ. রশিদ, যুবলীগ নেতা রুহুল আমিন, ফারুক সরকার, মোহাম্মদ আনিছ মিয়া, মো.  ফজল সরকার, সাবেক মেম্বার আবুল হোসেন, ইউনুস মিয়া, সজল সরকার, শাহিন আলম প্রমুখ। বক্তারা বলেন,  মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিল একাধিক ভাউচারে টাকা আত্মসাৎ, অবিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ, সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নামে মিথ্যাচার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের সঙ্গে আঁতাত করে মাদ্রাসাটি বন্ধ করার জন্য লিপ্ত রয়েছে। বক্তারা আরও বলেন, এই সুপার ইব্রাহিম খলিলের কারণে প্রতি বছরই শিক্ষার্থী কমে আসছে। সনামধন্য এই মাদ্রাসাটি টিকিয়ে রাখতে অবিলম্বে সুপার ইব্রাহিম খলিলকে অপসারণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন। এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবদুর রহমান সরকারের দ্বিতীয় ছেলে মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন বলেন, আমি দায়িত্বে থাকাকালীন সুপারের অনেক অনিয়ম ও দুর্নীতি ধরা পরে। তখন তিনি অসুস্থতার কথা বলে  ছুটি নিয়ে যান। তখন একটি রেজুলেশন করা হয়। এই সুপার ক্ষমা চেয়ে পার পেয়ে যান। আজ ওনি আমার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বন্ধ করার জন্য স্থানীয় কিছু কুচক্রি মহলের সঙ্গে আঁতাত করেছে। এলাকাবাসী সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে। আমি এলাকাবাসীর সঙ্গে একমত। সুপার ইব্রাহিম খলিলের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন এ বিষয়ে কিছু বলবো না, সময় হলে বলবো। মাদ্রাসার সহকারী  শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সুপার সাহেব আমাদের সঙ্গেও খারাপ আচরণ করেন, ওনার অপসারণ চাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us