যুক্তরাজ্যের প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠানের আগের রাতে কর্মীদের দুটি পার্টির আয়োজনের ঘটনায় রানির কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গত বছরের ১৬ এপ্রিল রাতে পার্টি আয়োজনের বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রথম প্রতিবেদন প্রকাশ করে। প্রিন্স ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলাকালেই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের ওই দুটি পার্টি হয় এবং রাতে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে।