বগুড়ার গাবতলী উপজেলায় ভোটকেন্দ্রে গুলিতে চার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে স্বজন হারানো পরিবারের সদস্যরা হয়রানির আতঙ্কে থাকার কথা জানিয়েছেন।
ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপের ভোটের দিন ৫ জানুয়ারি সন্ধ্যায় বালিয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে নিহতদের পরিবারের সদস্যরা সোমবার দুপুরে এক মানববন্ধনে এই ভয়ের কথা তুলে ধরেন।
বগুড়া শহরের সাতমাথায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাবতলী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধনে নিহতদের পরিবারের সদস্যরা ছাড়াও বালিয়াদিঘী ইউনিয়নের স্থানীয় লোকজনও অংশ নেন।
নির্বাচনের ফলাফল কেন্দ্রের বাইরে অন্যত্র ঘোষণা করা হবে – এমন সন্দেহ থেকে ৫ জানুয়ারি ভোট গ্রহণ শেষ হওয়ার পর পরই বিক্ষুব্ধ জনতা কালাইহাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘেরাও করে। এরপর সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করলে চারজন নিহত হয়।