নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকারের লোকজন। তৈমুরের প্রধান নির্বাচনী এজেন্ট এ টি এম কামাল গতকাল শনিবার এই অভিযোগ করেন। তবে তিনি কোথাও লিখিত কোনো অভিযোগ জমা দেননি।
তৈমুর আলম খন্দকারকে ওসমান পরিবারের প্রার্থী বলে বক্তব্য দেওয়ায় গতকাল রাতে আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। এর আগে গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জের বন্দরে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাপা দলীয় চার ইউপি চেয়ারম্যান। তাঁরা সবাই নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ সেলিম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী।
সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের বড় ভাই। নারায়ণগঞ্জে কয়েক দিন ধরে গুঞ্জন ছিল ওসমান পরিবারের ইন্ধনে তৈমুর নির্বাচনে দাঁড়িয়েছেন।