বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি। নির্বাচন কীভাবে হবে, কারা নির্বাচন করবেন, ভোটাররা আদৌ ভোট দিতে পারবেন কি না, এসব প্রশ্নকে পেছনে ঠেলে দেওয়া হয়েছে। এসব নিয়েও আলোচনা নেই যে গত নির্বাচনের সময়ের মতো এবারও গায়েবি মামলায় সারা দেশের নিরীহ মানুষ হেনস্তার শিকার হবেন কি না, সরকারের বিরোধী প্রার্থীরা ভোটারদের কাছে না গিয়ে আদালতের বারান্দায় কাটাবেন কি না।
কিছু রাজনীতিবিদের কথা শুনে মনে হচ্ছে নির্বাচনের আগের রাতে ভোট হবে, নাকি দিনের আলোয় ভোট–নাটক মঞ্চস্থ হবে—তা এখন ধর্তব্যের বিষয় নয়। সার্চ কমিটিতে কে থাকবেন আর কে থাকবেন না, এ নিয়েই রাজনৈতিক দলগুলো ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। কে কার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাম নিয়ে রাষ্ট্রপতির কাছে যেতে পারেন, এ যেন তারই প্রতিযোগিতা।