কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন মিয়ানমারে নামার পর গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেও তার এই সফর সামরিক জান্তাকে আরও বৈধতা দিতে পারে শঙ্কায় দেশটির বিভিন্ন শহরে অভ্যুত্থানবিরোধীরা বিক্ষোভ দেখিয়েছে।
মিয়ানমারের সেনা সরকারের সঙ্গে আলোচনা করতে শুক্রবার হুন সেন দুই দিনের সফরে দেশটিতে গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছর ফেব্রুয়ারিতে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত প্রশাসনকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর মিয়ানমারে এটাই প্রথম কোনো সরকারপ্রধানের সফর।