১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউপি, পৌর নির্বাচন, নির্বাচন কমিশন ইত্যাদি নিয়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে, তখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের এই সময়ে দেশের রাজনৈতিক আলোচনার মূল ইস্যুতে পরিণত হয়েছে। গণমাধ্যমগুলোয় অন্তত সে ধরনের খবরাখবর প্রতিদিন স্থান পাচ্ছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ঢাকার অদূরে হওয়ায় গণমাধ্যমগুলোর দৃষ্টি বিশেষভাবে পাওয়ার সুযোগ নিয়েছে। তা ছাড়া, বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর হিসেবে নারায়ণগঞ্জ একটি আলাদা অবস্থানে রয়েছে। নানা ঘটনাই শুধু এর প্রধান কারণ নয়। অর্থনীতি, রাজনীতি, নদীবন্দর, ঢাকার সংলগ্নতা, শিল্পনগরীর ঐতিহ্য ইত্যাদি বিবেচনায় নারায়ণগঞ্জ সব সময়ই দেশের রাজনীতি ও গণমাধ্যমের দৃষ্টিতে বিশেষ অবস্থানে ছিল এবং আছে।