স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ: যে অপেক্ষা বাংলাদেশের জন্য আশীর্বাদ

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড মনোয়ারুল হক প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৬:০৬

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদনের বিষয়টি গত ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে বাংলাদেশ। কোনো দেশ পরপর দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় উত্তরণের মানদণ্ড পূরণে সক্ষম হলে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পায়। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো মানদণ্ডগুলো অর্জন করেছে। সেকারণে গত বছরের ২৫ নভেম্বর বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উত্তরণের চুড়ান্ত সুপারিশ অনুমোদন করেছে। তবে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের চূড়ান্ত স্বীকৃতি মিলবে ২০২৬ সালের ২৪ নভেম্বর।


২০২৪ সালের নভেম্বরেই বাংলাদেশের এই স্বীকৃতি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির অভিঘাতে বিশ্বজুড়েই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সামাল দিতে এ সময়সীমা দুই বছর বাড়ানো হয়েছে। এই অপেক্ষাটা বাংলাদেশের জন্য আশীর্বাদ। এলডিসি তালিকা থেকে বের হলে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্যে অনেক ধরণের সুবিধা হারাবে। সেই পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতির জন্য এই সময়টা কাজে লাগাতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us