মেঘনায় ট্রলার ডুবে তিনজনের মৃত্যু, শিশু নিখোঁজ

প্রথম আলো প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৮:০৯

কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। এতে এক শিশু নিখোঁজ। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলার চর কাঠালিয়া গ্রামে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।


মারা যাওয়া তিনজন হলেন জুলেখা বেগম (৫০), আয়েশা আক্তার (১২) ও মরিয়ম আক্তার (৮)। নিখোঁজ শিশুর নাম তামান্না আক্তার। তাঁরা সবাই পরস্পর স্বজন।


মেঘনা থানার নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, কয়েকজন মিলে ঢাকা থেকে এসে দাউদকান্দির ট্রলার ঘাটে নামেন। তাঁরা ট্রলারে কুমিল্লার তিতাস উপজেলার দড়িগাঁও গ্রামে যাচ্ছিলেন। মেঘনা নদীর চর কাঠালিয়া গ্রামের কাছে পৌঁছালে ট্রলারের পেছনের ইঞ্জিনের পাখা ভেঙে পানি ঢুকে ট্রলার ডুবে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে এক শিশু। তিনজনের লাশ উদ্ধার করে দাউদকান্দির এলহাম হাসপাতালে রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us