পুতুল নাচে সচেতনতার বার্তা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৩২

 পথ চলতে গিয়ে বাউল ও ঢুলির সঙ্গে এক বৃদ্ধের পরিবারের সদস্যদের দেখা। কুশল বিনিময় শেষে হেঁটে চলার কারণ জানতে চাওয়া। বৃদ্ধ জানালেন, টিকা দিতে কেন্দ্রে যাচ্ছেন। বাউল সাধুবাদ জানিয়ে শুধু টিকা দিলেই চলবে না উল্লেখ করে নিয়মিত মাস্ক পড়তে ও পরিচ্ছন্ন থাকতে পরামর্শ দেন। সেই পরামর্শ মাথায় পেতে নিয়ে বৃদ্ধের পরিবার যান টিকা দিতে।  বেশি বেশি সন্তানের অভাবের সংসার।


উপায়ন্তু না দেখে বাড়ির কর্তা বনমালী গাছ কাটতে জঙ্গলের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে পরিচিতজন কুঠার হাতে যাওয়ার কারণ জানতে চান। বনমালীর পথ আটকে জানান, গাছ কাটা আইনে নিষেধ রয়েছে। পরিবারের অনটনের কথা জানিয়ে নাছোড়বান্দা বনমালী জঙ্গলের পথ ধরতেই গানে গানে গাছ না কাটার অনুরোধ।।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us