জাতীয় পার্টির বয়স ৩৬-এ পড়ল। নব্বইয়ের গণঅভ্যুত্থানে সামরিক স্বৈরশাসকের হাতে গড়া দলটি ক্ষমতাচ্যুত হলেও সাড়ে তিন দশক যে শুধু টিকে গেল তাই নয়, গত দুটি সংসদের আনুষ্ঠানিক বিরোধী দলও বটে। নব্বইয়ের আন্দোলনে কত ক্যারিকেচার হতো, আর ১৯৯০ সালের ৪ বা ৬ ডিসেম্বর পালন করতেও ভুলে যায় রাজনৈতিক দলগুলো। সেদিন এক টকশোতে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বললেন- 'আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম।' প্রতিবাদ করে যখন বললাম- 'গণঅভ্যুত্থানে আপনাদের পতন হয়েছিল'- মনে হলো ক্ষুণ্ণ হয়েছেন। এমনটা হয়তো আর শুনতে হয় না জাতীয় পার্টির নেতাদের। ক্ষমতায় থেকে প্রথম নির্বাচনে জাতীয় পার্টি ১৫৪ আসন পেয়েছিল। দেড় বছরের মাথায় জাতীয় সংসদের বিলুপ্তি ঘটানো হলো। ১৯৮৮তে আবার সংসদ বানিয়েও মেয়াদ পূরণ তো দূরের কথা