You have reached your daily news limit

Please log in to continue


কর্মপরিবেশ: ‘বন্ধের পথে’ অ্যাপলের ভারতীয় কারখানা?

ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত আইফোনের নির্মাণ কারখানাকে ‘অন প্রোবেশন’ ঘোষণা করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অতীত উদাহরণ বলছে, এই ধরনের পদক্ষেপের পর সাধারণত কারখানার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে প্রতিষ্ঠানটি।

খাদ্যে বিষক্রিয়ার আড়াইশ’ কর্মীর অসুস্থ হয়ে পড়া এবং কর্মীদের আবাসন ব্যবস্থার দুরবস্থার পরপরই অ্যাপল কারখানাটি ‘অন প্রোবেশন’ ঘোষণা করলেও কার্যত এর মানে কী, সে বিষয়ে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

তবে, অ্যাপল ব্যাখ্যা না দিলেও, অতীতে ‘অন প্রোবেশন’-এ থাকা কারখানাগুলোয় নতুন পণ্য উৎপাদনের নির্দেশ দেওয়া থেকে অ্যাপল বিরত থেকেছে বলেই উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

ভারতীয় কারখানাটির কর্মীদের আবাসন ব্যবস্থা এবং ডাইনিংয়ের পরিস্থিতি সরেজমিন তদন্ত করে অ্যাপল বলছে, এই দুই বিষয়ে মান সম্মত সেবা পাচ্ছেন না কর্মীরা। অ্যাপলের হয়ে কারখানাটি পরিচালনার দায়িত্বে আছে তাইওয়ানের প্রতিষ্ঠান ‘ফক্সকন’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন