সিলেটে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৩০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রকাশ প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৪

সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে ৪৩০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মহরম আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নামসহ অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তাতক্ষণিক কয়েকজনকে আটক করে পুলিশ। পরে তাদের মাঝে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের মৃত তোয়ারিছ আলীর পুত্র মো. ফলিক আহমদ (৩০), পৌর এলাকার দীঘিরপার গ্রামের মৃত সাদেক আলীর পুত্র মিরন আহমদ (২৮), ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের মৃত শফিক আহমদের পুত্র কামরান আহমদ (২৫), একই গ্রামের মৃত মস্তর আলীর পুত্র আব্দুর রহিম (৩৮)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

চারজনের পরিচয় মিলেছে

কালের কণ্ঠ | সাতকানিয়া
২ বছর, ১০ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us