৯০ বছর বয়সে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর চিরবিদায়ে তাকে শ্রদ্ধা জানাতে সামিল হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও।
বিবিসি জানায়, টুটুকে একজন মেনটর, বন্ধু এবং নৈতিকতার দিকনির্দেশক হিসাবে বর্ণনা করেছেন তিনি।
ওবামা বলেন, টুটু তার নিজ দেশের মানুষের মুক্তি এবং ন্যায়বিচারের জন্য সংগ্রামে ব্রতী হয়েছিলেন। কিন্তু একইভাবে তিনি বিশ্বের অন্য সব জায়গায়ও অন্যায়-অবিচার নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
“প্রতিকূলতার মধে্যও তিনি মানবতা অণ্বেষণের পথ থেকে কখনও বিচ্যুত হননি এবং রসবোধও হারাননি। মিশেল এবং আমি এই প্রিয় মানুষটিকে মিস করব,” বলেন ওবামা।