ডেঙ্গু সাধারণত চতুর্থ দিনের মধ্যেই কমে যায়। বেশির ভাগ ক্ষেত্রে জ্বরের পরই অনেকে সুস্থ হয়ে যায়। পঞ্চম থেকে সপ্তম দিন পর্যন্ত সংকটকালীন পর্যায়। তখন প্লাজমা লিকেজ শুরু এবং পরবর্তী জটিলতাগুলো ধারাবাহিকভাবে দেখা দিতে পারে। কিন্তু এ বছর ডেঙ্গুতে একটু ভিন্ন ধরনের জটিলতা দেখা যাচ্ছে, যা আগের মতো নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।