দেশে মদ নিয়ে চলমান সংকটের মুখে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাকে ডিপ্লোমেটিক বন্ডেড ওয়্যারহাউজগুলোর লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত ২ জুলাই থেকে এনবিআর একটি সফটওয়্যার ব্যবহারকে বাধ্যতামূলক ঘোষণার পর বেসরকারি ৬টি কূটনৈতিক বন্ডেড ওয়্যারহাউজ এ সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে মদ বিক্রি বন্ধ রাখে। এর ফলে দেশের মদের বাজারে সংকট দেখা দেয়।
এনবিআর সূত্রে জানা যায়, ওয়্যারহাউজগুলোর মদ বিক্রি বন্ধের ফলে তিন দশক পর রাজস্ব বোর্ড একটি নতুন লাইসেন্স ইস্যু করেছে এই শর্তে যে মদের বাজারে সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে অটোমেশন প্রক্রিয়া বহাল রাখতে হবে।