মসজিদ আল্লাহর ঘর। এ ঘর শুধু ইবাদতের জন্য নির্ধারিত। এতে প্রবেশ এবং বের হওয়ার যেমন কিছু আদব আছে আবার রয়েছে কিছু সুন্নাত দোয়া। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদবের সঙ্গে মসজিদে প্রবেশ করতেন এবং বের হতে দোয়া পড়তেন। সেসব দিকনির্দেশনা ও দোয়াগুলো কী?
মসজিদে যাওয়ার অন্যতম আদব হচ্ছে বাসা-বাড়ি বা আবাসস্থল থেকে অজু-গোসলের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে রওয়ানা হওয়া। ধীর পায়ে মসজিদে যেতে যেতে দরূদ পড়া। মসজিদে ঢুকতে ডান পা আগে দেওয়া। তারপর এ দোয়া পড়া; যা হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত-