হাতি বাঁচাতে ব্যর্থতার দায় স্বীকার বনমন্ত্রীর

প্রথম আলো প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ১৪:৩৪

হাতি বাঁচাতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের রুবি গেট বন একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা স্বীকার করেন। শাহাব উদ্দিন বলেন, ‘গত এক মাসে সাত থেকে আটটি হাতি মারা গেল। দায়িত্ব আমরা এড়াতে পারি না। হাতি রক্ষার দায়িত্ব আমাদের। আমরা সকলে হাতি বাঁচাতে ব্যর্থ হয়েছি।’


হাতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির জন্য বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান বনমন্ত্রী। শাহাব উদ্দিন বলেন, ‘বাংলাদেশের জীববৈচিত্র্য, সব প্রাণী রক্ষার দায়িত্ব বন বিভাগের। বন বিভাগের সবাইকে দায়িত্ব নিতে হবে। আপনার এলাকায় যদি একটি বন্য প্রাণী মারা যায়, তাহলে দায়িত্ব সকলের। যাঁর এলাকায় বন্য প্রাণী মারা যায়, দায়িত্ব সেখানকার ফরেস্ট গার্ড থেকে ডিএফও, সিএফও সকলের।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us