বাংলাদেশের চলচ্চিত্রে একসময় অশ্লীলতা ভর করেছিল। সে সময় অশ্লীল নায়ক-নায়িকা ও পরিচালক-প্রযোজকদের দাপটে মূল ধারার শিল্পীদের কাজ করা কঠিন হয়ে পড়েছিল। দেশীয় চলচ্চিত্র নিয়ে তখন চারদিকে ছি ছি। পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে বসে সিনেমা দেখা হয়ে পড়েছিল একেবারেই অসম্ভব। সেই অবস্থা থেকে চলচ্চিত্রকে সুস্থ ধারায় ফিরিয়ে এনেছে পুলিশে অ্যালিট ফোর্স র্যাপিক অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এর পাশাপাশি তিনি র্যাবের ভূয়শী প্রশংসা করে সবসময় তাদের পাশে থাকার কথাও বলেছেন। সোমবার ফারিয়া তার অফিসিয়াল ফেসবুক পেজে র্যাবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে দেন লম্বা একটি স্ট্যাটাস।