‘শিরোপা না জিততে পারলে ৫০ গোল করা অর্থহীন’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪

ব্যক্তিগতভাবে গত মৌসুমটা দারুণ কেটেছিল কিলিয়ান এমবাপের। গোলের পর গোল করার পাশাপাশি গড়েন কিছু রেকর্ডও। তবে তার দারুণ পারফরম্যান্সের প্রতিফলন নেই দলের ফলাফলে। অধরা চ্যাম্পিয়ন্স লিগ জেতার লক্ষ্য পূরণ হয়নি, হাতছাড়া হয়ে যায় লিগ ওয়ানের শিরোপাও। দলের ব্যর্থতায় ব্যক্তিগত অর্জন ততটা মূল্যবান মনে হচ্ছে না এমবাপের কাছে।পুরনো ব্যর্থতা ভুলে চলতি মৌসুমে অপ্রাপ্তিগুলো ঘোচানোর মিশনে এগিয়ে চলেছে পিএসজি। লক্ষ্য পূরণে এবারও সামনে থেকে অবদান রাখতে চান এমবাপে। বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড জানালেন, দলগত সাফল্য তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।   


গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ৪২ গোল করেন এমবাপে। লিগের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। কিন্তু, ইউরোপ সেরার মঞ্চে পিএসজি বিদায় নেয় সেমি-ফাইনাল থেকে আর লিগ ওয়ানে তাদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় লিল।বৃহস্পতিবার পিএসজি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে গত মৌসুম নিয়ে তার হতাশার কথা জানান।“গত মৌসুমটা আমার জন্য ভালো ছিল, আমি ৪০ (৪২) গোল করেছি, কিন্তু আমরা লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us