হাওর অঞ্চলের ফসল দেশের বিপুল মানুষের চাহিদা মেটায়। ফলে হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংরক্ষণে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে ঠিকাদারদের বদলে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাঁধের কাজগুলো করানো হয়ে থাকে। স্থানীয় কৃষকেরাই এ কমিটিতে প্রতিনিধিত্ব করেন। পিআইসি থেকে বাঁধের প্রকল্প আবার ঠিকাদারদের হাতে তুলে দিতে এবং পিআইসির মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করতে কিছু অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের নেতারা নানা প্রচেষ্টা চালিয়ে আসছেন। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এমন ঘটনা আমাদের নজরে এসেছে।