সৌদি আরবও সমালোচনামূলক চিন্তাকে স্বাগত জানাচ্ছে!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সালেহ শফিক প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ১৯:৪০

মাহা মোহাম্মদ এত বেশি খুশি কখনও হননি আগে। বলছিলেন, এটা দারুণ সম্মানের। ঘটনাটা এই বছরেরই শুরুর দিকের। লুলু নামের সুপারমার্কেট চেইন জেদ্দায় একটি দোকান খুলল- যার স্টাফরা সবাই নারী। মাহা তার মহাব্যবস্থাপক। সৌদি আরবে এমন দোকান এটাই প্রথম।


তেল সম্পদ ভরা দেশটিতে অনেক কিছুই এখনো বহাল, যা পৃথিবীর অন্য দেশে বিরল। যেমন রেস্তোরাঁয় নারী ও পুরুষের ঢোকার দরজা আলাদা। আত্মীয় নয়- এমন কোনো পুরুষের সঙ্গে নারী কতক্ষণ সময় কাটাতে পারবে, তাও বেঁধে দেওয়া।


পুরুষসঙ্গী বাদে নারীর বিদেশ যাওয়া ও অবস্থান করা ছিল নিষেধ। ২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে দেশটিতে নতুন বাতাস বইতে থাকল। তবে সে বাতাস কতটা বিষমুক্ত তা নিয়ে  দ্বিধায় আছেন অনেকে। বিশেষত জামাল খাশোগি হত্যার ঘটনায় পূর্ব-পশ্চিমের প্রায় সবাই ভ্রু কুচকেছেন। জামালের বাগদত্তা তো প্রিন্সের দিকেই তীর ছুঁড়ে রেখেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us