ছেলে উপযুক্ত। বিয়ের বয়স হয়েছে। বিয়ে করার আর্থিক, শারীরিক এবং মানসিক সক্ষমতাও আছে কিন্তু বাবা-মা বিয়ে দিতে চায় না। এক্ষেত্রে উপযুক্ত এসব ছেলেদের করণীয় কী? বিয়ের জন্য কি ছেলেদের অভিভাবক থাকা শর্ত? অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করলে কি ছেলে গুনাহগার হবে?
বিয়ের উপযুক্ত আর্থিক সক্ষমতা থাকা যে কোনো যুবকের জন্য অশ্লীলতা, অবৈধ যৌনাচার ও নানা গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে; তাদের দ্রুত বিয়ে দেওয়া ফরজ। আর ইমাম আহমাদ ইবনে হাম্বলের মাজহাব অনুযায়ী- ‘ছেলে-মেয়ে উভয়ের বিয়ে দেওয়া সামর্থ্যবান বাবার জন্য ওয়াজিব বা আবশ্যক।’