দেশের বাইরে কদর বাড়ছে নেত্রকোনার কামরুন্নাহার খানমের নবাবী ফুটওয়্যার কারখানায় তৈরি পাটের জুতার। পরিবেশবান্ধব হওয়ায় দেশেও জনপ্রিয় হচ্ছে এই জুতা। বিশেষায়িত ফ্যাশনের জুতা, স্লিপার, স্যান্ডেল তরুণ-তরুণীদের কাছে বেশ আকর্ষণীয়।
কামরুন্নাহার খানম ২০১৪ সালের শেষের দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় ‘নবাবী স্টাইল’ নামের একটি দোকান দেন। তাতে মেয়েদের ব্যাগ, চশমা, অলংকারসহ বিভিন্ন পণ্যের পাশাপাশি পাটের জুতা, পাটের সোল এবং লেদার লোফার রাখেন। লক্ষ করেন পাটের জুতা বেশি বিক্রি হচ্ছে। ২০১৬ সালের মাঝামাঝি সময় তিনি চীনের এক প্রদর্শনীতে যান। সেখানে গিয়ে জানতে পারেন বিদেশেও পাটের জুতার চাহিদা রয়েছে। সিদ্ধান্ত নেন নিজেই পাটের জুতা তৈরি করে দেশের পাশাপাশি বিদেশে রপ্তানি করবেন। এরপর নিজের সঞ্চিত অর্থ ও ব্যাংকের সহযোগিতায় মেশিন আমদানি করে ২০১৮ সালের জানুয়ারিতে নেত্রকোনায় বিসিক শিল্পনগরীতে বরাদ্দকৃত প্লটে জুতার কারখানা স্থাপন করেন। ওই বছরের ডিসেম্বর থেকে পাটের জুতা তৈরির কাজ শুরু করেন। কিন্তু দক্ষ কারিগর ও কর্মীর অভাব। সীমান্তবর্তী জেলায় শ্রমিক ও প্রশিক্ষণের স্বল্পতা। ঠিক করলেন নিজেই তাঁদের প্রশিক্ষিত করবেন। আগ্রহীদের পরিণত করলেন দক্ষ শ্রমিকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৬৬ জন কর্মী বর্তমানে এই কারখানায় কাজ করছেন।