পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকারের কাজে প্রতিনিয়ত বাধা আছে। অভ্যন্তরীণ বাধা যেমন আছে, তেমনি বিদেশের বাধাও আছে। যাঁরা বাধা দিচ্ছেন, তাঁদের নিজস্ব এজেন্ডা আছে। আমাদেরও এজেন্ডা আছে। আমাদের এজেন্ডা হলো দারিদ্র্য বিমোচন ও জীবনমানের উন্নয়ন।’
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মান্নান এসব কথা জানান। আজ রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে এই অনুষ্ঠান হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। দুই দিনব্যাপী ওই সম্মেলনের শিরোনাম হচ্ছে, ‘মহামারি থেকে উত্তরণের পথে বাংলাদেশ: অভিজ্ঞতা অর্জন ও নীতি প্রণয়ন’।