অস্ট্রিয়াতে টিকা নেওয়া বাধ্যতামূলক করাসহ করোনাভাইরাসের বিস্তার রোধে নেওয়া অন্যান্য পদক্ষেপের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ নিয়ে টানা চতুর্থ শনিবার দেশটিতে করোনাভাইরাস বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ হল বলে জানিয়েছে বিবিসি।
পুলিশ জানিয়েছে, রাজধানী ভিয়েনার সমাবেশে প্রায় ৪৪ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিল। পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়া গত মাসে টিকা গ্রহণকারীদের জন্যও ফের লকডাউন দিয়েছিল যা রোববার শেষ হচ্ছে। কিন্তু যারা টিকা গ্রহণ করেননি তাদের জন্য এ বিধিনিষেধ অব্যাহত থাকবে।