অডিও কেলেঙ্কারির পর প্রতিমন্ত্রী ও দলীয় পদ খোয়ানো পর দেশ ছেড়ে কানাডার উদ্দেশে পাড়ি দিয়েছিলেন ডা. মুরাদ হাসান। কিন্তু দেশটিতে ঢুকতে পারেননি তিনি। টরন্টোর পিয়ারসনস বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফিরিয়ে দেয়া হয়। তিনি সবশেষ কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
কানাডার স্থানীয় একটি পত্রিকার তথ্যমতে, তাকে টরন্টোর পিয়ারসনস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরব আমিরাতের একটি বিমানে তুলে দেয়া হয়। অন্য আরেক সূত্রে যানা যাচ্ছে, কানাডার টরন্টোতে ঢুকতে না পেরে তিনি মন্ট্রিয়লে যান এবং সেখানেই অবস্থান করছেন।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, কানাডা থেকে মধ্যপ্রাচ্যের বিমানে তুলে দেওয়ার পর তিনি আরব আমিরাতের দুবাই নামেন। এমন একাধিক তথ্যের কোনোটিই নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে প্রশ্ন উঠেছে ডা. মুরাদ এখন কোথায়?