উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে হস্তান্তরের জন্য দায়ের করা আপিল আবেদনে জয় লাভ করেছে মার্কিন সরকার। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) ব্রিটেনের উচ্চ আদালতের রায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আদালতের রায় কার্যকর হলে শীঘ্রই যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি হতে চলেছেন অ্যাসাঞ্জ।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমতি দিতে অস্বীকৃতি জানান ব্রিটেনের এক নিম্ন আদালত। এক দশক আগে গোপন মার্কিন সামরিক নথি ফাঁসের 'অপরাধে' উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে সাজা দিতে চাইছে আমেরিকা।
নিম্ন আদালতের বিচারক ভ্যানেসা ব্যারেইটসার বলেন, বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে বন্দি অ্যাসাঞ্জকে আমেরিকায় পাঠালে তিনি মার্কিন জেলখানার বিরূপ পরিবেশে আত্মহত্যা করতে পারেন।