বিশেষজ্ঞদের মতে, মানুষের মন সাধারণত যেকোনো বিষয়ের নেতিবাচক দিকের প্রতিই বেশি মনযোগী হয়।তবে ইতিবাচক দিকগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। একটা সম্পর্কের প্রাথমিক পর্যায়ে অপরপক্ষের শুধু নেতিবাচক কিংবা সম্ভাব্য নেতিবাচক দিকগুলোকে প্রাধান্য না দিয়ে ইতিবাচকের দিকে নজর দিলে সেই সম্পর্কটা মধুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে।যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্পর্ক বিশেষজ্ঞ লওরেল হাউস বলেন, “সম্পর্কে কোনটা ইতিবাচক আর কোনটা নেতিবাচক সেই বিশ্লেষণে যাওয়ার আগে একটা সম্পর্কে অপরপক্ষের কাছ আপনার চাহিদা আর প্রয়োজনীয়তাগুলো নিশ্চিত হতে হবে।”
ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, “চাহিদা আর প্রয়োজনীয়তা কিন্তু এক নয়। কারণ প্রয়োজনীয় দিকগুলো না থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল। আপনার সকল চাহিদা একজন মানুষ পূরণ করতে পারবে না। আর তার জন্য সম্পর্ক ভাঙা মোটেই যুক্ত সঙ্গত নয়।”ভালো দিকগুলো কী?এই প্রতিবেদনে লওরেল হাউস বলেন, “সম্পর্কে নিজের চাওয়াগুলো চিহ্নিত করার পর সাধারণ ভালো দিকগুলো বিবেচনা করতে হবে।